ডিএমপি নিউজঃ মোট ২২টি দলের অংশগ্রহণে “বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২১-২২” এর যাত্রা শুরু হলো।
আজ শনিবার (৫ মার্চ ২০২২) সকালে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২১-২২ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী ম্যাচে টসে জিতে খুলনা রেঞ্জ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে এপিবিএন ক্রিকেট দল ১০৯ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেট হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। খুলনা রেঞ্জের ক্রিকেট দলের সদস্য আল মামুন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
উদ্বোধনের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি বলেন, “ক্রিকেট সারা বিশ্বে যেমন জনপ্রিয় বাংলাদেশেও তেমনি একটি জনপ্রিয় খেলা। আমরা আশা করবো আমাদের পুলিশের খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণকে ত্বরান্বিত করবে”।
এ, বি, সি ও ডি চারটি গ্রুপে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মোট ২২টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলো দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, ভেন্যুগুলো হলো মিরপুর পুলিশ লাইনস্ মাঠ ও পুলিশ স্টাফ কলেজ মাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সম্পাদক আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএমসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।