
ছবি-প্রতীকী
উত্তর কোরিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রকাশ্যে আসার পর, পিয়ংইয়ং-এর পরবর্তী পদক্ষেপ যে আরও বৃহত্তর হতে চলেছে, দক্ষিণ কোরিয়াসহ আরও অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করছে৷
নিজের সামরিক ক্ষমতার প্রদর্শনের জন্য উত্তর কোরিয়া সাধারণত বিশেষ কয়েকটি তারিখ বা সুযোগ বেছে নেয়৷ দক্ষিণ কোরিয়ার আধিকারিকদের মতে, সম্ভবত, পিয়ংইয়ং মঙ্গলবার তার আর্মি ফাউন্ডেশন ডে-তে ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা বা আইসিবিএমের প্রথম পরীক্ষা করতে চলেছে৷ এমনকি কিম জং উন জানিয়েছিলেন আইসিবিএম লঞ্চ করতে আর খুব বেশি দেরি নেই৷
এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে মোকাবিলা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের সহায়তা নেওয়ার ব্যাপারেই মনযোগী৷ চিনের সাহায্যেই উত্তর কোরিয়াকে চাপে ফেলার রণনীতি সাজাচ্ছে এখন মার্কিন প্রেসিডেন্ট৷
সিওলের রক্ষামন্ত্রকের মতে, উত্তর কোরিয়া যে কোনও সময় বড় ধরনের পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে৷