প্রতিদিনই যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতের সংখ্যা হুহু করে বেড়েই চলছে। ্আক্রান্ত ও নিহতের দিক থেকে সবদেশের থেকে এগিয়ে রয়েছে মার্কিনিরা।প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ১৫ জনে দাঁড়ালো।
এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৯১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ২৮৫ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পর্যন্ত ইউরোপজুড়ে করোনায় ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৯৭ হাজার জন।
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|---|---|---|---|
১ | বাংলাদেশ | ২,১৪৪ | ৮৪ | ৬৬ |
৫ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৭,৩৮,৯১৩ | ৩৯,০১৫ | ৬৮,২৮৫ |
৭ | স্পেন | ১,৯৪,৪১৬ | ২০,৬৩৯ | ৭৪,৭৯৭ |
৮ | ইতালি | ১,৭৫,৯২৫ | ২৩,২২৭ | ৪৪,৯২৭ |
৯ | ফ্রান্স | ১,৬৫,০২৭ | ১৯,৩২৩ | ৩৫,৯৮৩ |
১০ | জার্মানি | ১,৪৩,৭২৪ | ৪,৫৩৮ | ৮৫,৪০০ |
১১ | যুক্তরাজ্য | ১,১৪,২১৭ | ১৫,৪৬৪ | ৩৪৪ |
১২ | চীন | ৮২,৭৩৫ | ৪,৬৩২ | ৭৭,৯৯৪ |
১৩ | তুরস্ক | ৮২,৩২৯ | ১,৮৯০ | ১০,৪৫৩ |
১৪ | ইরান | ৮০,৮৬৮ | ৫,০৩১ | ৫৫,৯৮৭ |
১৬ | বেলজিয়াম | ৩৭,১৮৩ | ৫,৪৫৩ | ৮,৩৪৮ |
১৭ | ব্রাজিল | ৩৬,৯২৫ | ২,৩৭২ | ১৪,০২৬ |
১৮ | রাশিয়া | ৩৬,৭৯৩ | ৩১৩ | ৩,০৫৭ |
১৯ | কানাডা | ৩৩,৩৮৩ | ১,৪৭০ | ১১,২০৭ |
২০ | নেদারল্যান্ডস | ৩১,৫৮৯ | ৩,৬০১ | ২৫০ |
২১ | সুইজারল্যান্ড | ২৭,৪০৪ | ১,৩৬৮ | ১৭,১০০ |
২৩ | পর্তুগাল | ১৯,৬৮৫ | ৬৮৭ | ৬১০ |
২৪ | ভারত | ১৬,৩৬৫ | ৫২১ | ২,৪৬৩ |
২৫ | আয়ারল্যান্ড | ১৪,৭৫৮ | ৫৭১ | ৭৭ |
২৬ | অস্ট্রিয়া | ১৪,৬৭১ | ৪৪৩ | ১০,২১৪ |
২৭ | পেরু | ১৪,৪২০ | ৩৪৮ | ৬,৬৮৪ |
২৮ | সুইডেন | ১৩,৮২২ | ১,৫১১ | ৫৫০ |
২৯ | ইসরায়েল | ১৩,২৬৫ | ১৬৪ | ৩,৪৫৬ |
৩০ | দক্ষিণ কোরিয়া | ১০,৬৬১ | ২৩৪ | ৮,০৪২ |
৩১ | জাপান | ১০,২৯৬ | ২২২ | ১,০৬৯ |
৩২ | চিলি | ৯,৭৩০ | ১২৬ | ৪,০৩৫ |
৩৩ | ইকুয়েডর | ৯,০২২ | ৪৫৬ | ১,০০৮ |
৩৪ | পোল্যান্ড | ৮,৭৪২ | ৩৪৭ | ৯৮১ |
৩৫ | রোমানিয়া | ৮,৪১৮ | ৪২১ | ১,৭৩০ |
৩৬ | সৌদি আরব | ৮,২৭৪ | ৯২ | ১,৩২৯ |
৩৮ | পাকিস্তান | ৭,৬৩৮ | ১৪৩ | ১,৮৩২ |
৩৯ | মেক্সিকো | ৭,৪৯৭ | ৬৫০ | ২,৬২৭ |
৪০ | ডেনমার্ক | ৭,২৪২ | ৩৪৬ | ৩,৮৪৭ |
৪১ | নরওয়ে | ৭,০৬৯ | ১৬৪ | ৩২ |
৪২ | চেক প্রজাতন্ত্র | ৬,৬০৬ | ১৮১ | ১,২২৭ |
৪৩ | অস্ট্রেলিয়া | ৬,৫৮৬ | ৭০ | ৪,১৬৭ |
৪৪ | সংযুক্ত আরব আমিরাত | ৬,৩০২ | ৩৭ | ১,১৮৮ |
৪৫ | ইন্দোনেশিয়া | ৬,২৪৮ | ৫৩৫ | ৬৩১ |
৪৬ | ফিলিপাইন | ৬,০৮৭ | ৩৯৭ | ৫১৬ |
৪৭ | সার্বিয়া | ৫,৯৯৪ | ১১৭ | ৬৩৭ |
৪৮ | সিঙ্গাপুর | ৫,৯৯২ | ১১ | ৭৪০ |
৪৯ | মালয়েশিয়া | ৫,৩০৫ | ৮৮ | ৩,১০২ |
৫০ | ইউক্রেন | ৫,১০৬ | ১৩৩ | ২৭৫ |