বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, ২৪ জুলাই (সোমবার) চলতি বছর হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট এবং২৬ আগস্ট সর্বশেষ হজ ফ্লাইট । এছাড়া ফিরতি হজ ফ্লাইট ৫ সেপ্টেম্বর বিমানের প্রথম হাজিদের নিয়ে এবং সর্বশেষ ৫ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সূত্র থেকে আরও জানায়, জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এ বছর মোট ৬৩ হাজার হজযাত্রী পরিবহন করবে। এসব হজযাত্রী পরিবহনের জন্য বিমানের নিজস্ব চারটি সুপেরিয়র ৭৭৭-৩০০ ইআর এর সঙ্গে ওয়েট লিজে আনা (টেন্ডার প্রক্রিয়াধীন) দুটি উড়োজাহাজ বহরে যোগ দেবে।
উল্লেখ্য, এ বছর মোট ১ লাখ ২৭ হাজার হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান পরিবহন করবে ৬৩ হাজার ৫শ হজযাত্রী। গত বছর ১ লাখ ১ হাজার ৮২৭ হজযাত্রীর মধ্যে ৪৯ হাজার ৫৪৫ হজযাত্রীকে বাংলাদেশ বিমান পরিবহন করে।