ডিএমপি নিউজ: যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে জানান, রবিবার সন্ধ্যা ছয়টায় খাদেমুল মাদ্রাসার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।