চার বিজেপি শাসিত রাজ্যে ‘পদ্মাবত’ ছবি মুক্তিকে ঘিরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল৷ সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করেই তারা এই ফতোয়া জারি করে৷ কিন্তু সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া স্বত্ত্বেও কেন এই নিষেধাজ্ঞা? এই নিয়েই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট৷ চার বিজেপি শাসিত রাজ্যেও এই ছবি মুক্তি হবে৷ বৃহস্পতিবার তা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে দেশের সর্ব্বোচ্চ আদালত৷
‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’৷ তবু ছবি মুক্তিতে বাধা দিয়েছিল বিজেপি শাসিত চার রাজ্য রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ ও হরিয়ানাতে৷ কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিজেপি শাসিত এই চার রাজ্যে আগামী ২৫জানুয়ারিই এই ছবি মুক্তি পাবে৷ ছবি মুক্তির ক্ষেত্রে কোনও ভাবেই এই নিষেধাজ্ঞা জারি করা যাবে না৷
সিবিএফসি পদ্মাবতকে ছাড়পত্র দিলে তবেই তা দেশে মুক্তি পাবে বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই অনুযায়ীই ফিল্মের নাম সহ বেশ কিছু পরিবর্তন করে গত ২৮ শে ডিসেম্বর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় পদ্মাবত৷ আগামী ২৫ শে জানুয়ারি তা মুক্তিও পাবে গোটা ভারতে৷
তবে, সুপ্রিম কোর্টের এই রায় কি আদৌ মেনে চলবে চার রাজ্য৷ তা নিয়ে সংশয় রয়েছে৷ কারণ এই ছবি মুক্তিকে ঘিরে ফের বিতর্কিত মন্তব্য করলেন সুরজ পাল আমু৷ বলেন, বিজেপি শাসিত রাজ্যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ছবির মুক্তিকে ঘিরে৷ তাতে নাকি কোটি কোটি সাধারণ মানুষের মনে আঘাত করেছে, যারা সুপ্রিম কোর্টকে সম্মান করে৷