সরকারি কলেজের ২৭৪ জন সহযোগি অধ্যাপক পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত এক আদেশ জারি করে। এতে বলা হয়, পদোন্নতি প্রাপ্তদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে সরকারি কলেজে অর্থনীতি বিভাগে ২১ জন, ইংরেজি সাতজন, ইতিহাস ২০ জন, উদ্ভিদ বিদ্যা ২০ জন, কৃষি বিজ্ঞান একজন, গার্হস্থ্য অর্থনীতি একজন, গণিত ১৫ জন, দর্শন ২২ জন, পদার্থ বিজ্ঞান ১২ জন, পরিসংখ্যান একজন, প্রাণিবিদ্যা ১৬ জন, বাংলা ১৫ জন, ব্যবস্থাপনা ২১ জন, ভূগোল চারজন, মনোবিজ্ঞান দুইজন, রসায়ন ১৩ জন, রাষ্ট্রবিজ্ঞান ২১ জন, সমাজকল্যাণ সাতজন, সমাজ বিজ্ঞান দুইজন, সংস্কৃতি একজন, হিসাব বিজ্ঞান বিভাগে ১৭ জন, আরবি একজন, ইসলাম শিক্ষা পাঁচজন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৮ জন শিক্ষক সহযোগি অধ্যাপক পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন।
এছাড়া টিচার্স ট্রেনিং কলেজে ইতিহাস বিভাগে একজন, বাংলা একজন, গণিত একজন, ভূগোল একজন, বিজ্ঞান একজন, শিক্ষা একজন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে একজন অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।বিবি/০৫