ডিএমপি নিউজঃ বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ধনী বিল গেটস ও মেলিন্ডা দম্পতি তাদের সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। বিবাহিত জীবনে তারা একসাথে ২৭ বছর সংসার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৩ মে ২০২১) তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে লিখেন, অনেক চিন্তাভাবনা আর সম্পর্কোয়ন্ননে চেষ্টা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি বিবাহ বিচ্ছেদের।
মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। সেবারই প্রথম তাদের সাক্ষাৎ হয়। এরপর ভালো লাগা থেকে ভালোবাসা। সেখান থেকে বিয়ে। যৌথ জীবনে তাদের ৩ সন্তান রয়েছে। তারা দুজন যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করতেন। বিবাহ বিচ্ছেদ হলেও তারা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সংক্রামক ব্যধি ও শিশুদের টিকাদান কর্মসূচির পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ প্রাইভেট ফাউন্ডেশন।
ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।