রাজধানীর আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে চক্রকার বাস সার্ভিস চালু হবে ২৭ মার্চ থেকে। যা ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু ওইদিন এই এলাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় একদিন পিছানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
সোমবার রাজধানীর আজিমপুর কলোনী মাঠে বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসব ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদেন মধ্যে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সাঈদ খোকন বলেন, ২৬ মার্চ চক্রাকার বাস সার্ভিস চালু করার কথা ছিল। কিন্তু ওইদিন এ এলাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচল থাকবে। যে কারণে একদিন পিছিয়ে ২৭ মার্চ চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন করা হবে। আমরা তিনটি স্পটে চক্রাকার বাস সার্ভিস চালু করবো। প্রথমে রাজধানীর ধানমন্ডিতে এই সার্ভিস চালু করা হবে। এর মাধ্যমে ধানমন্ডি এলাকা এবং অন্যান্য এলাকার মানুষ চলাচলে সুবিধা পাবেন। এই রুটে এসি/নন এসি বাসের ভাড়া সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) তালিকা অনুযায়ী হবে। তবে অন্য যানবাহনের তুলনায় কম হবে। দূরত্ব ভেদে ১০/২০/৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হবে।
মেয়র বলেন, আমরা প্রশিক্ষিত চালক তৈরির জন্য কাজ করছি। প্রশিক্ষিত চালকের অভাবে সড়কে দুর্ঘটনা ঘটে। অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালককে বাস চালাতে দেয়া হবে না। ট্রেনিং সেন্টারের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইতোমধ্যে জমি দিতে সম্মত হয়েছে।