রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ইংলিশদের। দ্বিতীয়বারের মতো বেলজিয়ামের কাছে হারলো ইংল্যান্ড। শনিবার সেন্টপিটার্সবার্গে ইডেন হ্যাজার্ড ও মুনিয়ের গোলে ২-০ গোলে হেরেছে সাউথগ্যাটের শিষ্যরা। এদিন হ্যারি কেইন ও ডেলে আলীরা একটি গোলও করতে পারেননি।
গুরুত্বহীন হলেও এই ম্যাচে বেলজিয়াম এবং ইংল্যান্ড দু’দলই মাঠে নামিয়েছে শক্তিশালী একাদশ। যে কারণে খেলাটাও শুরু থেকে ছিল উপভোগ্য। যদিও পরিসংখ্যানের হিসেবে ইংল্যান্ডের পায়েই ছিল সবচেয়ে বেশি বলের দখল। ইংল্যান্ডের ছিল ৫৭ ভাগ আর বেলজিয়ামের ছিল ৪৩ ভাগ। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোটাই বেলজিয়ামের হাতে।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল আদায় করে নেয় বেলজিয়াম। ইংল্যান্ডের ডিফেন্সের ভুলই ছিল মূখ্য। নাসের চাদলির জন্য অনেক বেশি জায়গা ছেড়ে দেয় ইংলিশরা। তার বাড়ানো বল শেষ মুহূর্তে পা লাগিয়ে ইংল্যান্ডের জালে জড়িয়ে দেন থমাস মুনিয়ের।
৩৫ মিনিটে ইউরি তিয়েলম্যান্স দারুণ সুযোগ পেয়েছিলেন গোল করার। ডান পায়ের শট মিস করেন তিনি। ৩৫ মিনিটে টবি অ্যালডারউইয়ারল্ড ডান পায়ের শট নেন। কিন্তু বক্স মিস করেন তিনি। ৪৫ মিনিটে কেভিন ডি ব্রুয়েনের চেষ্টা রুখে দেয় ইংল্যান্ডের ডিফেন্ডাররা। ২ মিনিট পর রোমেলু লুকাকু আরও একটি দারুণ সুযোগ পান। কিন্তু কাজে লাগাতে পারেননি। শেষ দিকে হ্যাজার্ডের গোলে ব্যবধান বাড়ালে ২-০ গোলে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম।