রাজধানীর যাত্রাবাড়ির থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতের নাম জাহাঙ্গীর আলম (৪৩)। সোমবার সকালে মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোঃ উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, জাহাঙ্গীর আলমের বাড়ি নারায়ণগঞ্জ।
জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান এনে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় পাইকারি বিক্রি করে থাকে।
তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।