ডিএমপি নিউজঃ রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৩০০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ পারভেজ, সোহেল পারভেজ, মোঃ মেহেদী হাসান ওরফে ফরহাদ ও মোঃ জলিল হাওলাদার।
শনিবার (২৯ জানুয়ারি ২০২২) সন্ধ্যা ০৬:৫৫ টায় গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৪নং আউটার গেইটের সামনে থেকে তাদেরকে এ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর সুজন কুমার তালুকদার ডিএমপি নিউজকে জানান, থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালীন তথ্য আসে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী গুলিস্তান এলাকায় ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু লোক পালানোর সময় গ্রেফতার করা হয় পারভেজ, সোহেল, মেহেদী ও জলিলকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩০০০ পিস ইয়াবা।
ডিএমপির পল্টন মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।