ডিএমপি নিউজঃ রাজধানীর রমনা থানা এলাকা থেকে ৩০০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রকিব ওরফে রকি ও মোঃ আরিফ।
গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম জানান, ১১ সেপ্টেম্বর, ২০২১ (শনিবার) বিকাল ৬:০৫ টায় রমনা থানার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল গেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা রাজধানীতে ইয়াবা ব্যবসা করতো। ঘটনার দিন তারা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল মর্মে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় মামলা রুজু হয়েছে।