আগামী ৩০ নভেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দহন’ ছবিটি। রায়হান রাফি পরিচালিত এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। রাফি পরিচালিত ছবিটি হবে সিয়াম-পূজা দ্বিতীয় চলচ্চিত্র ‘দহন’।
বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে জাজ মাল্টিমিডিয়র কর্নধার আব্দুল আজিজ ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে আমরা সেন্সর বোর্ড থেকে বিষয়টি জানতে পেরেছি।
পরিচালক রায়হান রাফি তার দহন ছবিতে এমন বক্তব্যই তুলে ধরেছেন। গল্পে দেশপ্রেম আছে, আছে রাজনীতি। ছবিতে সিয়াম অভিনয় করেছেন তুলা চরিত্রে। রাজনীতির মারপ্যাঁচে যে হয়ে ওঠে একজন প্রতিবাদী মাস্তান। অন্যদিকে পূজাকে দেখা যাবে গার্মেন্টস কর্মী আশার ভূমিকায়।
সিনেমা হলে দর্শক টানতে পোড়ামন টু যে ভূমিকা রেখেছিলো, তা অব্যাহত থাকবে দহনে- এমন আশা প্রযোজক-পরিচালকের।
ছবিতে অভিনয় করেছেন সিয়াম, পূজা, জাকীয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শিমুল খান।