চিত্রনায়ক ও চলচ্চিত্র পরিচালক আলমগীরের নির্দেশনায় ৩১ বছর পর চলচ্চিত্রে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা চম্পা। আলমগীর নির্দেশিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’তে আলমগীরেরই বিপরীতে অভিনয় করেছেন তিনি। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ই এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন আলমগীর। ‘একটি সিনেমার গল্প’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য আলমগীরের নিজের। ১৯৮৬ সালে চম্পা আলমগীরের নির্দেশনায় ‘নিষ্পাপ’ চলচ্চিত্রে আলমগীরের বিপরীতেই অভিনয় করেন।
একক নায়িকা হিসেবে এটিই ছিল চম্পার প্রথম চলচ্চিত্র। এরপর আলমগীরের সঙ্গে আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও তার বিপরীতে অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। দীর্ঘ ৩১ বছর পর আলমগীরেরই নির্দেশনায় আলমগীরের বিপরীতে অভিনয় করার সুযোগ পেলেন চম্পা। আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হয়েছে।