ডিএমপি নিউজ: বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র (সিএমপি) গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ সেলিম (২০), আব্দুল আজিজ (২০) ও মোঃ আব্দুল্লাহ (২০)।
সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৭ অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭.৩৫ টায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট পরিবহণে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।