১৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। যার মধ্যে ৯৯১ জন পুরুষ ও ৩২৩ জন মহিলা রয়েছেন।
এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০ জনসহ সাধারণ ক্যাডারে মেটা ৪৫৬ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্য ক্যাডারে ৩২৩ জন এবং কারিগরী ও সাধারণ শিক্ষা ক্যাডারে ৫২৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
সুপারিশ প্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে