চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ৩৯ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার।বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী ৩ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ শুরু হবে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৈঠকে ৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমন চালের ক্রয় মূল্য ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
কামরুল ইসলাম বলেন, এবছর ১ কোটি ৪০ লাখ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। আশা করছি এই পরিমাণ ধান উৎপাদন হবে।
ধান ও চালের উৎপাদন খরচ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবছর আমন ধানের উৎপাদন খরচ পরবে কেজি প্রতি ২৪.৬৩ টাকা এবং চালের উৎপাদন খরচ পড়বে ৩৭.০২ টাকা।
গত বছর (২০১৬ সালে) প্রতি কেজি ৩৩ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করেছিল সরকার। এর আগে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব কায়কোবাদ হোসেনসহ কমিটির সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।