ডিএমপি নিউজঃ রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মনির মিয়া ও মোঃ আল আমিন।
কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা ডিএমপি নিউজকে জানান, কদমতলী থানার শনির আখড়ায় শনি মন্দিরের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৬ জুলাই ২০২২) সন্ধ্যা ৭:৫৫ টায় উক্ত স্থানে অভিযান চালায় কদমতলী থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ কেজি গাঁজাসহ মনির ও আল আমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।