ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট ট্রাফিক জোনের উত্তরা ৪নং সেক্টরে International Turkish Hope School-এর অডিটরিয়ামে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ফুটওভার ব্রীজ ব্যবহার এবং জেব্রা ক্রসিং এ পারাপার সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ নভেম্বর, ২০১৮ খ্রি. বেলা ১১.০০ টায় একটি ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ডিএমপি ট্রাফিক বিভাগের ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন করা হয়। রাস্তায় চলাচলের নিয়মকানুন (রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ ব্যবহার, জ্রেবা ক্রসিং ব্যবহার) বাস স্টপেজ ব্যবহার, সড়ক দুর্ঘটনার কারণ, যানজটের কারণ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে করনীয় ইত্যাদি বিষয়ও এই সচেতনতা কর্মসূচীতে অন্তর্ভুক্ত ছিল।
উক্ত সচেতনতামূলক কর্মসুচীতে ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম, তার বক্তব্যে উল্লেখ করেন, রাস্তা পারাপার, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, বাস স্টপেজ ব্যবহার এবং মটরযান আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে ট্রাফিক উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ International Turkish Hope School-এর শিক্ষক/শিক্ষীকা ও ছাত্রছাত্রীসহ প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন।