ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১৪২ দশমিক ২ ওভার ব্যাট করে ক্যারিবীয়রা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন ৫ উইকেটে ২২৩ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
দলের তিন ব্যাটসম্যান এনক্রুমার বোনার-জসুয়া ডা সিলভা-আলজারি জোসেফ হাফ-সেঞ্চুরি করেছেন। বোনার ৯০, সিলভা ৯২ ও জোসেফ ৮২ রান করে আউট হন। এছাড়া অধিনায়ক ক্রেইগ ব্যাথওয়েট ৪৭, জন ক্যাম্পবেল ৩৬, জার্মেই ব্লাকউড ২৮ রান করেন।
বল হাতে বাংলাদেশের পেসার আবু জায়েদ ৯৮ রানে ও স্পিনার তাইজুল ইসলাম ১০৮ রানে ৪টি করে উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ-সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন।