ঠিক যেন শূন্যে ভেসে স্নান! ৪১ তলার উপরে কাচের ঝুলন্ত সুইমিং পুল তৈরি করল হিউস্টনের একটি আবাসন। ৪০ তলা ওই আবাসনের একেবারে ছাদে রয়েছে সুইমিং পুলটি। তবে সুইমিং পুলের পুরোটাই ঝুলন্ত নয়। এর ১০ ফুট অংশ ছাদ থেকে বাইরে বেরিয়ে রয়েছে।
এই সুইমিং পুলে স্নান করার সময় নীচে তাকালেই প্রায় পুরো শহরটাকেই দেখা যাবে। জল এতটাই স্বচ্ছ যে নীচে তাকালে ভয়ে বুক শূন্য হয়ে যেতে পারে আপনার। মনে হতেই পারে এই বুঝি ভেঙে নীচে পড়বেন। তবে এতে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন হিউস্টনের ওই আবাসন আধিকারিকেরা। কারণ, ভাঙবে না বা চিড় খাবে না এমন আট ইঞ্চি পুরু উন্নত প্রযুক্তির কাচ দিয়ে তৈরি করা হয়েছে পুলটি। তা সত্ত্বেও যাঁরা এই পুলে নামতে ভয় পাবেন, তাঁদের জন্য আবাসনের পাঁচ তলার উপরে একই রকম ভাবে তৈরি করা হয়েছে আরও একটি সুইমিং পুল।
তবে এটাই প্রথম ঝুলন্ত সুইমিং পুল নয়। বিশ্বের সর্বোচ্চ সুইমিং পুল সিঙ্গাপুরের মেরিনা বে। সেটিও ঝুলন্ত। ১৬০০ ফুট বা ১৫০ মিটার উঁচু মেরিনা বে হোটেলের ছাদে রয়েছে এই পুলটি।