ডিএমপি নিউজঃ হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার ঘোড়ামারা পাকা মসজিদ নামক এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম-রোকসানা আকতার লাকী (২৪)। এ সময় তার হেফাজত থেকে ৩৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য -১১,১০,০০০ টাকা । তার বাড়ি কক্সবাজারের উখিয়া থানার হাজীপাড়া গ্রামে।
মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হাড়ী সরদার বাইপাস নামক এলাকা হতে ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ সাহীনা বেগম (৪০) কে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য-২,৭১,৫০০ টাকা।তার বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার মন্ডলপাড়া গ্রামে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির দাশুড়িয়া-পাবনা মহাসড়কের পাবনা জেলার ইশ্বরদী থানার পিকুরিয়া নামক এলাকা হতে ০৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-মোঃ শাহাব উদ্দিন (৩৫), মোঃ আলতাফ হোসেন (২০) ও আব্দুর রাজ্জাক (২৮)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।