ডিএমপি নিউজঃ ৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ ফারুক মিয়া বিল্টু।
ডিএমপির ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা পিপিএম ডিএমপি নিউজকে জানান, সোমবার (৬ মার্চ ২০২৩খ্রি.) দুপুরে থানার এএসআই মিকাঈল মোল্লা সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার এলাকার ঈর্শ্বাণ কলোনি গামী রাস্তায় আলীর চায়ের দোকানের সামনে থেকে বিল্টুকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।