জাতীয় সংসদের সদ্য সমাপ্ত ২০তম অধিবেশনে পাস হওয়া ৫টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার বিলগুলোতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে বিলগুলো আইনে পরিণত হলো।
বিলগুলো হচ্ছে- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল-২০১৮, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮, গাজীপুর মহানগরী পুলিশ বিল-২০১৮ এবং রংপুর মহানগরী পুলিশ বিল-২০১৮।