৫০০ পিস ইয়াবাসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মোঃ আলাউদ্দিন (৪৫)।
চট্টগ্রামের কোতয়ালী থানা সূত্রে জানানো হয় ২৯ সেপ্টেম্বর, ২০১৮ কোতায়ালী থানার সিআরবি ফেন্সিস রোড এলাকা হতে ওই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নামে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা আছে।
থানা সূত্রে আরো জানানো হয়, চলতি মাসের ১৫ তারিখ ১০০ কেজি গাঁজাসহ নাজমা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছিল কোতয়ালী থানা পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে আলাউদ্দিন পালিয়ে গিয়েছিল।