ডিএমপি নিউজঃ রাজশাহীতে ৫০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ রাকিব হোসেন (৩০), মোঃ মুকুল হোসেন (৫২) ও মোঃ শাহাদত হোসেন (৩০)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস ডিএমপি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮:৫০ টায় রাজপাড়া থানার হড়গ্রাম নিউমার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।