ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ এনামুল হক দিদার ও মোঃ আশিকুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার ডিএমপি নিউজকে জানান, ২৬ আগস্ট, ২০২১ (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল থেকে ৫০ কেজি গাঁজাসহ এনামুল ও আশিকুলকে গ্রেফতার করা হয়।
এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজাসহ মাতুয়াইল মহাসড়কে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধ্যা ছয়টায় গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হবিগঞ্জ জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে। যাত্রাবাড়ী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।