চিনির মূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকারি বিপণন সংস্থা টিসিবি আজ সোমবার বেলা ১টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল ১১টি স্থানে ভর্তুকি মূল্যে চিনি বিক্রি শুরু করেছে।
টিসিবি’র বিশেষ এই কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীর পাশাপাশি যে কেউ ৫৫ টাকা কেজি দামে টিসিবি’র চিনি কেনার সুযোগ পাচ্ছেন। তবে একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।
টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মালিবাগ রেলগেইট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউ মার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজার টিসিবি চত্বর এবং ফার্মগেইট খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে যে কেউ চিনি কিনতে পারছেন।
এদিকে, চিনির সরবরাহ এবং মূল্য স্থিতিশীল করার লক্ষ্যে মিল মালিক, রিফাইনারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে আজ বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।-বাসস