বর্তমান সরকারের অর্জনের অংশীদার হিসাবে প্রবাসী বাংলাদেশী কর্মীরাও রয়েছেন। তারা বিদেশে কর্মসংস্থান তৈরি এবং রেমিটেন্স পাঠাতে সবচেয়ে বেশি অবদান রাখছে। তাই বাংলাদেশ দুতাবাস এবং হাইকমিশনের শ্রম উইংয়ে সেবা নিতে যেসব কর্মী দূর-দুরান্ত থেকে যাচ্ছে তারা যেনো সেবা নিয়ে পুনরায় হাসিমুখে ফিরে যায়। কোনো কর্মীই যাতে সেবা না নিয়ে ফিরে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সাথে তাদের সময় ও খরচের বিষয়েও সজাগ থাকবে হবে।
আজ রোববার সকাল ১০টায় ঢাকায় সিরডাপ মিলনায়তনের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘শ্রম কল্যাণ সম্মেলন-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে শ্রম কাউন্সিলরদের উদ্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা এবং বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী।
সভাপতির বক্তব্য সচিব নমিতা হালদার বলেন, শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন নিয়মিত একটি কার্যক্রম। তবে এবারের সম্মেলনটি ব্যতিক্রমি। আপনারা জানেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের দু’টি প্রধান উদ্দেশ্য। একটি হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান তৈরি করা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রবাসী বাংলাদেশী কর্মীদের কল্যাণ নিশ্চিত করা। এলক্ষ্যেই এবারের সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘টেকসই উন্নয়নের জন্য অভিবাসী কল্যাণ’।
সচিব আরো বলেন, বিশ্বের শ্রমবাজারে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। কিছু কিছু শ্রমবাজার যেমন সংকুচিত হচ্ছে আবার নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে। এসব পরিস্থিতিতে শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের কৌশল নির্ধারণে ধারনা প্রদান করা এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপি শ্রম কল্যাণ সম্মেলন ২০১৮ তে মোট ২৬টি দেশের ২৯টি শ্রম উইংয়ের নতুন চার জনসহ ৪৪ জন কর্মকর্তা অংশ নেন।
আজ শুরু হওয়া দিনের প্রথম সেশনে ‘লেবার ডিপ্লোমেসি ইন বাংলাদেশ ফরেন পলিসি’ নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার।
সেমিনারে অংশ নেয়া শ্রম কাউন্সিলরদের মধ্যে সাউথ কোরিয়া, সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মালয়েশিয়া, কুয়েত, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের কাউন্সিলররা রেমিটেন্সসহ বর্তমান সময়ের শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তাদের পরবর্তী করণীয় সর্ম্পকে জানতে চান।