আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭–২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস । বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার (শিক্ষা) মো: আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ ফেব্রুয়ারি সোমবার ওরিয়েন্টেশন ক্লাস হবে। ওই দিন শিক্ষার্থীদের বিভিন্ন হলে সংযুক্ত করা হবে। পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে স্ব স্ব হল প্রাধ্যক্ষ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দের ব্যবস্থা করবেন।