ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউ গিনি। দেশটির পূর্বাঞ্চলে রবিবার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার (১২ মাইল)। নিউ ব্রিটেন দ্বীপপুঞ্জ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।