রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি বাসসহ পেশাদার মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ শাহাবউদ্দিন (৪৫), ২। মোঃ ইয়াদ (২৫) ও ৩। মোঃ সোহেল মিয়া (৩২)।
সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১০:০৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ডিবি-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকার খালপাড় ব্রীজ মোড়ের সড়কে কতিপয় মাদক কারবারি বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০:০৫ ঘটিকায় ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে শাহাবউদ্দিন, ইয়াদ ও সোহেলকে ৬০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় একটি মোবাইলফোন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।