জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে শেষ ১৬’র দ্বিতীয় লেগে ২-১ গোলে পরাজিত করে ৬০ বছর পরে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল এই জয়ের আগে প্রথম লেগে নিজেদের মাঠে গোলশুন্য ড্র করেছিল স্প্যানিশ ক্লাবটি।
পুরো ম্যাচেই আধিপত্য ধরে রাখায় সফরকারীদের জন্য এই জয়টা প্রাপ্য ছিল। কিন্তু ৭২ মিনিটে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যে বেন ইয়েডেরের গোলে এগিয়ে যাওয়া ছিল সেভিয়ার সমর্থকদের কাছে স্বপ্নের মত। চার মিনিট পরে ইয়েডের ব্যবধান দ্বিগুন করলে নতুন ইতিহাস রচনার স্বপ্নে বিভোর হয়ে উঠে সেভিয়া। ৮৪ মিনিটে রোমেলু লুকাকু ইউনাইটেডের পক্ষে এক গোল শোধ করলেও তা ম্যাচ বাঁচাতে যথেষ্ঠ ছিলনা। ইউনাইটেড বস হোসে মরিনহোর সিদ্ধান্তে পল পগবাকে আরেকবার মূল একাদশের বাইরে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। পগবার পরিবর্তে ম্যাচে শুরু ঠিক আগ মুহূর্তে মারোনে ফেলাইনিকে মূল একাদশে অন্তর্ভূক্তি অনেককেই বিস্মিত করেছে। প্রথম ম্যাচেও পগবা বদলী বেঞ্চে ছিলেন। সপ্তাহের শেষে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচটি থেকে আর একটিমাত্র পরিবর্তন করেছিলেন মরিনহো, হুয়ান মাতার পরিবর্তে ম্যাচ শুরু করেছিলেন জেসে লিনগার্ড।
ম্যাচ শেষের ৬ মিনিট আগে লুকাকু ইউনাইটেডের হয়ে এক গোল করলে কিছুটা আশার আলো দেখা দেয়। কিন্তু শেষ পর্যন্ত এই গোল কোন কাজে আসেনি। এই নিয়ে টানা পাঁচ বছর ইউনাইটেড চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে খেলতে ব্যর্থ হলো।