ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম।
গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় হাতিরঝিল থানার তাজউদ্দিন আহমেদ সরণী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই যে, কতিপয় ব্যক্তি ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য তাজউদ্দিন আহমেদ সরণী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দিনাজপুরসহ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।