হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা বা ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬২,৩৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪ কেজি ১১২ গ্রাম গাঁজা, ৩৫৬ বোতল ফেন্সিডিল, ৬৭ লিটার চোলাই মদ, ৫.৫০ টন ফেব্রিক্স, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২টি কার্ভাড ভ্যান, ১টি পিকআপ ও ১টি সিএনজি উদ্ধার করেছে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩৮জনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, ২৮ জানুয়ারি ২০১৮ দিনভর বিভিন্ন মহাসড়কে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি গাঁজা, ৫৭ লিটার চোলাই মদ, ২০০ বোতল ফেন্সিডিল, ১টি প্রাইভেটকার, ১টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১টি সিএনজি উদ্ধার করা হয়। এসময় ২৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১২ গ্রাম গাঁজা, ৫৮ বোতল ফেন্সিডিল, ৫.৫০ টন ফেব্রিক্স, ১ টি কার্ভাড ভ্যান, ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয় এবং ৯ জনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৯৮ বোতল ফেন্সিডিল, ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এদিকে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।