ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ লক্ষ জাল টাকা ও জালনোট তৈরীর সরঞ্জামসহ জাল টাকা তৈরীর ৪ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইউসুফ আলী, ২। আব্দুর রহিম @ হেলাল হোসেন রহিম, ৩। ফজলে রাব্বী মিয়া ও ৪। মোঃ জাহিদ ইসলাম। গত ২৮/০৯/২০২০ তারিখ ১৩.৩০ টায় রাজধানীর ডেমরা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৬৫ লক্ষ টাকা বাংলাদেশী মূল্যমানের জালনোট, একটি ল্যাপটপ, ০৫ টি কালিসহ ০২ টি কালো রংয়ের প্রিন্টার, জালনোট তৈরীর কাগজ ০৪ বান্ডিল, জাল টাকা প্রস্তুতের নিরাপত্তা সুতা ১০ পাতা, জালনোট তৈরীর ডাইস ০২ টি, কাটার ০৪ টি, জাল নোট তৈরীর ব্যবহারকৃত আঠা ০১ টি, সাদা রংয়ের কালি ০৫ টি ও ০১ টি কাঁচ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম-বার ।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা বড় কোন উৎসব যেমন ঈদ/ দূর্গা পূজা ইত্যাদি অনুষ্ঠানকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ করে এবং বিক্রয় করে। জাল নোট তৈরির পর বিভিন্ন হাত ঘুরে বিভিন্ন দামে এই জাল নোট বিক্রি হয়। পরবর্তীতে সুযোগ বুঝে জালনোটগুলো বাজারে ছেড়ে দেয় এই চক্রটি। জব্দকৃত জালনোট তৈরির সরঞ্জামাদি দিয়ে প্রায় ৫ কোটি জাল টাকা তৈরি করা যেত বলে গ্রেফতারকৃতরা জানায়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত জালনোট তৈরির চক্রটি কোথা থেকে জালনোট তৈরির উপকরণ সংগ্রহ করে তা আমরা তদন্তে খতিয়ে দেখে ব্যবস্থা নিব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে।