ডিএমপি নিউজ: ৬ বছরের একটি ছেলে শিশুকে কুঁড়িয়ে পাওয়া গেছে। ছেলেটি তার পিতা-মাতার নাম ঠিকানা বলতে পারে না। তার গায়ের রং উজ্জল শ্যাম বর্ণ, উচ্চতা ৩ ফুট ৯ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল সাদা কালো রংয়ের শার্ট ও খাকি রংয়ের হাফ প্যান্ট ।
আজ ১৮ জানুয়ারি’১৮ বেলা তিনটার দিকে ফার্মগেটের ৪/এ ইন্দিরা রোড, মাহবুব প্লাজা দোকান নং-৫/৬ মোঃ শাহনেওয়াজের দোকানের নিকট উক্ত ছেলেটি ঘোরাফেরা করছিল। তিনি ছেলেটির সাথে কোন অভিবাবক দেখতে না পেয়ে তার নাম ও ঠিকানা জিজ্ঞাস করেন। কিন্তু ছেলেটি তার নাম-ঠিকানা বলতে পারে না। তখন তিনি ছেলেটিকে শেরেবাংলা নগর থানায় নিয়ে আসেন। থানা পুলিশ নিরাপদ হেফাজতের জন্য ছেলেটিকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করেন। ছেলেটি বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
উক্ত ভিকটিমের কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৯১১০৮৫)