চাকরি যারা খুঁজছেন তাদের জন্য ৬ মাসের জব সিকার ভিসা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও ভিসা ট্রান্সফারসহ আগের সব ভিসা প্রসেসিং সিস্টেম পুনরায় চালু হয়েছে দেশটিতে।
আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল (৯ জানুয়ারি) বুধবার থেকে ৬ মাসের জব সিকার ভিসা ও ভিসা ট্রান্সফারসহ পূর্বের সব ভিসা প্রসেসিং সিস্টেম পুনরায় চালু হয়েছে। তবে শ্রমিক ভিসা এখনও বন্ধ রয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি থেকে আমিরাতের অনলাইনে যাবতীয় ভিসা প্রসেসিং সিস্টেম বন্ধ হয়ে যায়। যদিও সংশ্লিষ্ট অধিদফতর সিস্টেম আপডেটের কারণে বন্ধ থাকার কথা জানিয়েছেন।
ছয় মাসের জব সিকার ভিসাপ্রাপ্ত সব প্রবাসীদের যেকোনো কোম্পানিতে ইমপ্লীয় ভিসায় পরিবর্তন করে এ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত।