লিওনেল মেসির রের্ক্ড ৭০০তম ম্যাচে আজ বার্সেলোনা মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ডের। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে খেলবে এই দুই দল। তিনি হবেন এই মাইলফলকে পৌঁছা দ্বিতীয় ফুটবলার।
ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ২টায়। সম্প্রচার করবে সনি টেন-২।
বার্সেলোনার হয়ে এই মাইলফলক স্পর্শ করা একমাত্র খেলোয়াড় হলেন জাভি হার্নান্দেস। কাতালান এই ক্লাবটির হয়ে ৭৬৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলারের। সে হিসেবে মেসি হবেন এই মাইলফলকে পৌঁছা দ্বিতীয় ফুটবলার। এই খেলাগুলোয় মেসি ৬১২টি গোল করেছেন এবং সতীর্থদের গোলে অবদান রেখেছেনৎ ২৪৮ বার।
২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়ায় এবার নিয়ে ক্লাবটির হয়ে ষোলো মৌসুম খেলছেন লিওনেল মেসি। কাতালান এই ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০২১ পর্যন্ত রয়েছে। ক্লাবটির হয়ে নিয়মিত ম্যাচ খেলতে পারলে জাভিকেও পেছনে ফেলে দিতে পারেন ছয়বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি।