চট্টগ্রাম মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ কোতোয়ালী থানা এলাকা হতে ৭০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম আমেনা বেগম ওরফে জমিলা(৩০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর ২০১৯ বেলা বারটায় চট্টগ্রামের কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ আমেনা খাতুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।