ডিএমপি নিউজ: চট্টগ্রামে গাড়ী চোর ও চোরাই গাড়ী ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ ইউসুফ প্রঃ ইসহাক (৬০), লিটন সেন (৩৪), মোঃ হায়দার আলী প্রঃ মঞ্জু (৩৪) ও মোঃ নুরুল আলম (২৩)। এ সময় তাদের হতে ০৮টি চোরাই কার ও মাইক্রো উদ্ধার করা হয়।
২৩ ও ২৪ নভেম্বর’১৭ চট্টগ্রাম মহানগরী এবং কক্সবাজার ও চট্টগ্রাম জেলার আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
সিএমপি ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা অভিনব কৌশলে চোরাই গাড়ী সংগ্রহ ও বাজারজাত করে থাকে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা রুজু হয়েছে।