ডিএমপি নিউজ: বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোঃ রফিকুল ইসলাম (৪৮)।
০৬ মার্চ ২০১৯ রাত ৯:১০ টায় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাটস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত হতে ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
চট্টগ্রাম ডিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কার্ভাডভ্যানে বিশেষভাবে যোগান তৈরী করে লুকানো অবস্থায় কক্সবাজার জেলার রামু হতে চট্টগ্রাম হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।