মাত্র আট বছর বয়সেই আফ্রিকার সর্বোচ্চ পর্বত জয় করল রক্সি গেটার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অধিবাসী রক্সি কিলিমানজারো জয় করা সবচেয়ে কম বয়সীদের অন্যতম।
রক্সির সঙ্গে তার ১০ বছর বয়সী ভাই বেন গেটারও পর্বতটির শিখরে উঠেছেন। নিজেদের সন্তানদের সঙ্গে নিয়ে কিলিমানজারোর শিখরে পৌঁছতে পেরে দারুন গর্বিত রক্সির মা সারাহ ও বাবা ববি গেটার।
তবে তার এ আরোহন মোটেই সহজ ছিল না। জানা গেছে, ছয় দিন-রাত বিভিন্ন এলাকায় অবস্থানের পর অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে পর্বতটির ৫,৮৯৫ মিটার (১৯,৩৪১ ফুট) উঁচু শিখরটিতে আরোহণ করেন রক্সি ও তার পরিবারের সদস্যরা।
একবার উঁচুতে আর একবার নিচে নামার কারণে পবর্তারোহণটি অত্যন্ত কঠিন ছিল বলে জানিয়ে রক্সি বলেন, “আমি মনে করেছিলাম শীর্ষে পৌঁছতে পারব না, কিন্তু শেষ পর্যন্ত আমি পেরেছি। এখন আমি এত ক্লান্ত যে হাঁটতেও পারছি না। ”