হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা বা ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৯,৭৩৮ পিস ইয়াবাসহ ২১ কেজি ৯৩৭ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় ৩১৮ বোতল ফেন্সিডিল, ১৭ বোতল বিদেশী মদ ও ২ টি সিএনজি উদ্ধার করা হয়। এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশের অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্সের অতিঃ পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৮ সেপ্টেম্বর, ২০১৭ দিনভর মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯,৭৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৮ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাঁজা, ৫ বোতল বিদেশী মদ ও ১টি সিএনজি উদ্ধারসহ ১৫ জনকে গ্রেফতার করে।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ কেজি ৮২৫ গ্রাম গাঁজা, ১২ বোতল ভারতীয় হুইস্কি ও ১ টি সিএনজি উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে।
এদিকে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১১২ গ্রাম গাঁজাসহ এক জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।