ডিএমপি নিউজ: জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বর হতে ফোন পেয়ে নাফ নদীতে ভাসতে থাকা বিকল নৌযানের ৩৮ জন পর্যটককে উদ্ধার করেছে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ।
২৭ আগষ্ট ২০২১, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ৯৯৯ নম্বরে আকবর হোসেন নামে একজন কলার কক্সবাজারের টেকনাফ থানার নাফ নদী থেকে ফোন করে জানান, নারী ও শিশুসহ মোট ৩৮ জন পর্যটক টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌযান (ট্রলার) যোগে রওনা দিয়েছিলেন। রওনা দেয়ার পর তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও নৌযানের মাঝি ইঞ্জিন ঠিক করতে পারেননি। এরপর তারা নিয়ন্ত্রণহীন নাফ নদীতে ভাসতে থাকেন। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি টেকনাফ থানা পুলিশ ও বাংলাদেশ নৌ বাহিনী নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি উদ্ধারকারী দল একজন ইঞ্জিন মেরামতকারী মেকানিকসহ রওনা দেয়।
উদ্ধারকারী পুলিশ দলের সহকারী সাব-ইন্সপেক্টর মিজান ৯৯৯ কে ফোনে জানান, তারা বিকল আটকে পড়া নৌযানের অবস্থান চিহ্নিত করে ৩৮ জন পর্যটককে উদ্ধার করে। তারা পর্যটকদের জন্য খাবার ও পানীয় নিয়ে গিয়েছিলেন। যেহেতু সেখানে নারী ও শিশু ছিল, সেগুলি তাদের সরবরাহ করা হয়। এরপর মেকানিক ইঞ্জিন মেরামত করে দিলে পর্যটকদের নিয়ে ট্রলারটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপদে সেন্টমার্টিন পৌঁছে।