ডিএমপি নিউজ: জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে রাজধানীর কাফরুল থেকে সিআইডি পুলিশ পরিচয়দানকারী একজনকে গ্রেফতার করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ ফজলুর রহমান। এ সময় তার হেফাজত হতে পুলিশ আইডি কার্ড, একটি মোবাইল ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
৬ সেপ্টেম্বর, ২০২১ (সোমবরা) বেলা ১২:২০ টায় কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
কাফরুল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুজ্জামান ডিএমপি নিউজকে জানান, গত ২০ আগস্ট, ২০২১ সকাল ১০ টায় কাফরুল থানার পূর্ব শেওরাপাড়া এলাকায় সিআইডি পুলিশ পরিচয়দানকারী এক ব্যক্তি জনৈক ভ্যান চালকের বিরুদ্ধে অভিযোগ আছে মর্মে জানায়। সে ভ্যান চালকের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে বলে জানায়। অতঃপর সে তার নিকট ১০ হাজার টাকা দাবি করেন। ভ্যান চালককের কাছে অত টাকা না থাকায় মারধর করে কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, সোমবার (৬ সেপ্টেম্বর) দুপর ১২ টায় কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকায় ভ্যান চালক উক্ত সিআইডি পুলিশ পরিচয়দানকারীকে দেখতে পায়। ভ্যান চালক পরিচয় জানতে চাইলে তার অসংলগ্ন কথাবার্তায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। অতঃপর লোকজন তাকে আটক করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে ভ্যান চালকের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।