ডিএমপি নিউজঃ চট্টগ্রামের রাউজান থানায় ১৯৯৬ সালের নভেম্বর মাসে রুজুকৃত একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। বিভিন্ন কৌশলে দীর্ঘ ছাব্বিশ বছর আইনের হাত থেকে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে একজন কলারের ফোন কলে চট্টগ্রামের রাউজান থানার ত্বরিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৩০ জানুয়ারি ২০২৩ খ্রি.) সন্ধ্যা পৌণে ছয়টায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া লাম বাজার থেকে একজন কলার ৯৯৯ নম্বরে এই তথ্য জানিয়ে ফোন করেন। ৯৯৯ কলটেকার কনষ্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল জয় তাৎক্ষণিকভাবে রাউজান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়।
সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় ।
পরে রাউজান থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা সহকারী উপ-পুলিশ পরিদর্শক সুজন ৯৯৯ কে জানান, রাউজান থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুলতান আহাম্মদকে গ্রেফতার করা হয়।