নাসার গোল্ডস্টোন সোলার সিস্টেম র‌্যাডারে ধরা পড়া গ্রহাণুর ছবি। নাসা

 

কেমন দেখতে জেও২৫?

ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রোপালসলন ল্যাবরেটরির বিজ্ঞানী শান্তুনু নাইডু জানাচ্ছেন, এই মুহূর্তে যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে এই গ্রহাণুর দুটো অংশ যেটি লম্বা গলার মতো একটি জায়গা যুক্ত করেছে। গ্রহাণুটি লম্বায় প্রায় ২ হাজার ফুট। অর্থাত্ ১০ ফুট উচ্চতার ঘরের প্রায় দু’শো তলার বাড়ির সমান লম্বা এই গ্রহাণু।

তিন বছর আগে আরিজোনার টাকসনে ক্যাটলিনা স্কাই সার্ভে টেলিস্কোপে প্রথম জেও২৫ গ্রহাণুর সন্ধার পান জ্যোতির্বিজ্ঞানীরা।