গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির আর্জি ছিল, বিএস-৩ অনুমোদিত অবিক্রিত গাড়িগুলি বিক্রি হওয়া পর্যন্ত অন্তত তাদের ছাড় দেওয়া হোক। সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) জানিয়েছে, বিএস-৩ অনুমোদিত ৮ লক্ষ ২০ হাজার গাড়ি এখনও অবিক্রিত রয়েছে।

এসআইএএম-এর দাবি, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ২০,০০০-৩০,০০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বে গাড়ি শিল্প। কিন্তু, শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে, গাড়ি থেকে ধোঁয়া নির্গমণের নিয়ম সম্পর্কে অনেক আগে থেকেই ওয়াকিবহাল ছিল গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। তা সত্ত্বেও এ নিয়ে তারা কোনও তৎপরতা দেখায়নি।